১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল'। পরিচালক আগেই জানিয়েছেন যে,ভারতীয় দর্শককে তিনি এমন একটি ছবি উপহার দেবেন, যার মূলত বিষয়বস... কপি কপি আর কপি! সিনেমার কপি তো হয়েই থাকে। তাই বলে পোস্টার পর্যন্ত! বাংলা ছবি থেকে দেদার টুকলি বলিউডের। রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ ছবির পোস্টার দেখলে চমকে যেতে হয়।

Mukit

বেশ কিছুমাস আগেই তথাগত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি ‘পারিয়াহ’-র। তারপর? প্রকাশ্যে এসেছিল বিক্রমের ফার্স্ট লুক। হাতে একটি কুকুরছানা, রক্ত, ছেঁড়া ফাটা পোশাকে বিক্রমকে লাগছিল একেবারেই অন্যরকম। আর, আজ রণবীরের কাপুরের ‘অ্যানিমাল’ ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই শোরগোল। টপ টু বটম কপি! বাদ পড়েনি কিছুই। বিভেদ শুধু রণবীরের এক্সপ্রেশনের।

Mukit

ছবি থেকে এহেন কপি দেখে নিতান্তই অবাক সিনেপ্রেমীরা। এদিকে, ‘পারিয়াহ’ এর শুটিং শেষ। সেই ছবিও পর্দায় আসতে আর বেশি বাকি নেই। আগামীদিনের বলিউড ছবি নিয়েই হিন্দি সিনেমার একটি নামকরা অ্যাওয়ার্ড প্রতিষ্ঠানের তরফেই এই ছবি প্রকাশ্যে আনা হয়েছে। কিন্তু, বাঙ্গালিদের নজর এড়ায়নি এই বিষয়। তাঁরাও কমেন্ট বক্সে সন্দেহ প্রকাশ করেছেন। ডাক দিয়েছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়কেও।

Mukit

উল্লেখ্য, রণবীর দীর্ঘদিন পর ফিরেছেন সিনেমায়। ‘অ্যানিম্যাল’ নিয়েও তাঁর অনেক উন্মাদনা। কিছুদিন আগেই র‍্যাপ হয়েছে ছবির। রণবীরের উল্টোদিকে রয়েছেন রশ্মিকা মন্দানা। অন্যদিকে বিক্রমের বিপরীতে রয়েছেন অঙ্গনা রায়। কিন্তু, ছবির পোস্টারটি নজরে আসার পর থেকে নানা প্রশ্ন। কেউ কেউ এডিট বলেও সম্বোধন করছে একে।